নদীপাড় ধরে হেঁটে যাই,
সারিবদ্ধ ইটভাটার চিমনির ধোঁয়া দেখি,
মনের ভেতরটা ইটভাটার মতই ধিকিধিকি জ্বলছে,
খুঁজে চলেছি একটা গোপন উত্তাপ..
স্নায়ুক্ষত চোরাগোপ্তা আগুনে পুড়িয়ে ফেলেছি
উঠোনের চারপাশ, ঘর দুয়ার, বারান্দা;
এখন শুধু নিজেকে জ্বালাই, পোড়াই..
পোড়া মাংসের বুনো ঘ্রাণ লালসা আনে
শিরার ফুটন্ত রক্তস্রোতে, লোনা ঘামের ঘনত্বে।
কে যেন শরীর জুড়ে চামড়া চেটে খায়
হাড়ের দেওয়ালে ঋতু আঁকে পূর্বরাগ
শকুন-শৃগালেরা সারি সারি পসরা সাজায়।
এ যেন মৈথুন-পিপাসার ক্ষণিক জাগরণ;
আসলে, একপ্রকার 'প্যারাডক্স',
--আসন্ন মৃত্যুর কেলাসিত রূপ!