সুুখী মানুষেরা—

সামান্য বিষয় নিয়ে এত বেশি আলোচনা

আর তৃষিত বিশ্লেষণে মাতে যে,

সান্ধ্য-চায়ের আসর ভেঙে যাওয়ার পরেও

ঘরের টেবিলে, সোফায়, বিছানায়, আসবাবপত্রে

চারপাশে এক অতিন্দ্রীয় সুখবোধ জেগে থাকে।

সুুখী মানুষেরা এভাবেই আত্মমগ্ন, প্রতিটি সম্ভোগে!

চিত্রকর অতৃপ্ত মানুষের ছবি আঁকতে গিয়ে পর্যুদস্ত,

বারবার লাট খায় তার ক্যানভাস, তারপর

তুলির নিচে ঘষটাতে ঘষটাতে একটা ছবি রূপ নেয়

ছবির নিচে ঢাকা থাকে রূপকথা, ধুয়ে যাওয়া স্মৃতি

হারানো অশ্রুকণা, হারানো জলের ঢেউ

প্রবল জলস্রোতে, জলোচ্ছ্বাসে আত্মগোপন ছেঁড়া

বোতাম হারানো জীবনের দোল খাওয়া দৃশ্য ভাসে

তার আরও নিচের তলে রসাতল, .. মৃত্যু!

সুুখী মানুষদের জন্য যা মোটেই আলোচনার বিষয় নয়।


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২২|১২|২০২১