কত বন্ধু, স্বজন ছিল, এই তো সেদিন
ভুলে গেছে তারা, কিংবা
আমি ভুলে গেছি সেইসব প্রিয় নাম
প্রিয় চলাচলের করিডোরে এখন মরণফাঁদ
যাতায়াতের পথে ধূসর পোকাদের উপসংহার
কোথায় যেতে যেতে কোথায় দাঁড়ালাম আজ
উন্নয়নের অলিগলিতে খেলা খেলা
এখন নিত্যদিনের খেলা..
পৃথিবীর রংমহলের মরচে সরিয়ে
গোপন ডেরা থেকে তবু ধ্রুবতারা খুঁজি
এখানে হিংসা নয়
কপটতার রাংতায় মোড়া ধাঁধানো প্রচ্ছদ নয়
শুধুমাত্র বরাদ্দ ভালোবাসার খোঁজে---
একান্ত নিভৃতে নীরবে প্রকৃতি পোষ্য অন্ধকারে
কালো কালো অক্ষরবৃত্তে চোঙ ডুবিয়ে
আমরা এখনও জীবন যন্ত্রণার ভিতর
যাপনের নিবিড় থেকে জীবনের জল রং খুঁজি..

টালিগঞ্জ, কোলকাতা।
২৯|১২|২০২২