তুমি এসেছিলে,
মনের খাতায়, তাই এত আঁকিবুকি
হৃদয়সাগরে ঢেউ ওঠে, ঢেউ নামে
বালুতটে বসে ঝিনুক কুড়োতে বাকি!
তুমি স্রোতস্বিনী,
গেয়েছ বাঁশির সুরে কত পদাবলি
ঢেউ ভেঙে অবেলায় ভাঙন এলে
অপ্রস্তুত ডুবে, প্রাণ আকুলিবিকুলি!