১) মাংসাশী


আমার কোন প্রেমিকারই ডানা নেই।


কাগজে ভাজ করে চিঠি উড়িয়ে দেয় তারা; অথবা, নৌকার ধারে একলা


সূর্যাস্ত বরাবর রেখা টেনে হাতে মুঠো করে ধরে এক প্রান্ত
রাতের কোন উত্তাপ রাখে না চোখ; শুধু ছায়া দের আশ্বাস


ডানা না থাকলেও, তাদের উড়ে যাওয়া
দেখতে দেখতে
মাংসাশী হয়ে উঠি।


২) নিখুঁত ষড়যন্ত্র


রোদ আগলে রাখছে চশমা। ছায়া কেটে
অভিমানে বসে আছে তিরছই নজর। যাই হোক


হাসির মুচকি প্রতিফলন। আশকারা নাম ডাক
হেসে উড়িয়ে দেয় বিকেলের রক; রাস্তায় ধোঁয়া


গোপনে সেজে ওঠে ফুলের ডাল, হিমে ভিজে
পিপাসার ঠোঁটজন্ম। আদর খুঁজতে এগিয়ে আসে


স্পর্শ।
অন্ধ।
কাতরতা।
সবটাই, নিখুঁত ষড়যন্ত্র।