১) নারী ও কবি


হে কবি
তোমারই গর্ভজাত কিছু শব্দ বুকে নিয়
জলাভূমি
ধানক্ষেত
রেললাইন
পুকুর
দালান
স্কুল
বাড়ি
রাস্তা
...
সর্বত্র
শুয়ে আমি
ধরণী দ্বিধা হও
তোমারই শব্দের কোলে মাথা রেখে আমি বিলীন


২) এবং একটি ভালোবাসার কবিতা তোমায় উপহার


গ্রীষ্মকালীন অবসরে; তুমি
এক জোড়া ডানায় ভর দিয়ে উড়ে গেছো
আমার জন্য ঢাকা রাতের খাবার
ভাত, ডাল, মাছ
বলে গেছো, ছাদে রাখা তোমার স্মৃতিগুলো
বৃষ্টিতে যেন ভিজতে না দিই
সন্ধ্যে সন্ধ্যে নাগাদ সব পরিপাটি করে সাজিয়ে রাখি
নতুন আলমারির তাকে
রাতে যেন ভুলে না যাই
কিছুটা সময় বাঁচিয়ে তোমার জন্য লিখে রাখতে


এবং একটি ভালোবাসার কবিতা তোমায় উপহার।