১)


তুমি বলবে বেহায়া, আস্পর্ধা কম নয়
আমি তবু নজরে রাখি, মন কেমন হয়
উচাটনই বিদ্যা জানো তুমি, শিওর।


ফালতু ছেলে, বদনাম জুড়েছে পাড়াময়
মন জুড়ে কবিতা লিখি, কাজকর্ম বিদায়
ফিসফাস, গুজব; বয়ফ্রেন্ড আছে ওর?  


কান মলে দয়ে, অভিভাবক। বখাটে ...
থ্রেট দিয়ে যায়, তোমার পাড়াতুত দাদাতে
তবু কেন ছেঁড়া মেঘের ফাঁকে চাঁদ, উঁকি


রোজ তুমি কলেজ যাও, আমি ইশকুল
মাঝ রাস্তায় চাঁদ দেখি, বেহুঁশ বিলকুল
প্রেমের কোন এজ হয় না, জানো কি?


২)


দ্রবীভূত হয়ে যায়, খোলা বারান্দা
তুমি ঝুঁকে পরো, যেদিকে পৃথিবী হেলে
ভদকার গ্লাসে জমছে বিন্দু বিন্দু ঘাম
চাঁদ                    তুমি কি আজ নদী হলে?


আমার ভেসে যাওয়ার ভয়
এ জন্মে এঁদো পুকুর ছাড়া কিছু জুটল না
টাল খেয়ে নেমে এসো না বুকে
চাঁদ                     সব ম্যজিক তোমার জানা।