১) রূপকথার প্রাচীন পাহাড়


যা যা খবর এসেছে বিশ্বস্ত সূত্রে
সব; তা পকেটজাত করে ডানা মেলে দিই।
ডান ও বাম ডানা বরাবর একটা উড়ানরেখা
বস্তুত বুঝতে পারি
ওড়া তেমন বিষম বস্তু নয়।
যদিও পাখিদের নাচন কোঁদন
বার বার ভয় দেখায় (আরে আরে - খিল্লি নেয়।)


তবুও


রূপকথার প্রাচীন পাহাড়
যে ভাবে উড়ে গিয়ে ডুব দিয়ে আসে মাঝ সমুদ্রে
পুঁথিতে পুঁথিতে ঠাসা সব সচিত্র বিবরণবলী
উৎসাহী দিন-রাত জুড়ে চলে নেট প্র্যাকটিস
৯৯.৯৯ তে উড়ানের ধারাবিবরণী শুনে শুনে
                              শ্যাডো প্র্যাকটিস।
একা রাতে দেখতে থাকি চাঁদ ছুঁয়ে মেঘদের
নিরমেদ ফ্ল্যাট ডিসপ্লেতে
উজ্জ্বল উড়ানের গন্ধ ভাসে।


২) পামেলা


আমাদেরই ছিল; উষ্ণ বালির উপর ছেলেখেলা করে ঢেউ
                                                তখন রাত
তবুও কত বার বালি জড়ানো পায়ে হেঁটে গেছি
শরীরের তটরেখা ধরে, আঁধার সেতো যৎসামান্য
আলোর         চরাই
                উতরাই
মুগ্ধ চোখ। অবাক হয়ে মেপে নেয় গোলাপি দূরত্ব।
রাগ। ভয়। তবুও শুধু হিংসে রয়ে গেলে
সেই সব সুপুরুষ দের জন্য যারা তোমার বক্ষলগ্ন
চকচকে চোখে আমাদের অবহেলা করে গেছে।


পামেলা
শুধু তোমারই জন্য কাটাকাটি বন্ধুত্ব
                                          আজও জোড়া লাগেনি।
তবুও চরমতম ইচ্ছের কোলাজে
শরীর। ঘাম। রোদ। কম্পন।
আজও জমা রেখেছি।