১) হে শব্দ


জলের ধারে কিছু জমানো মশলাপাতি
আমার হাত ফুরিয়ে কিছু পথ
এখানেই নিঃস্ব হয়ে যায়। বস্তুত; যা যা
স্মৃতিতে জমা, গন্ধে একটা লম্বা পিচ রাস্তা।
দিন গুলো সমান্তরাল
আগুপিছু
ভাবনার
উপরে
নষ্ট
ভ্রমরের গুনগুন
তরঙ্গ প্রবেশ করে যায়
চামরা
মাংস
হাড়
ছায়ারা বদলে যায়
কাঁপতে থাকে
বুঝতে পারি। তুমি এসেছ।


হে শব্দ।


২) দ্রবীভূত আলোর মুগ্ধতা


খোঁজ পায়নি ঈষৎ বাঁকানো কোমর।


থরথর কেঁপে, স্থির হয়ে যায় নিঃশ্বাস
আলিঙ্গন পরাভূত হয়ে উরুর বিশ্বাস
উজ্জ্বল চিরুনিদাগ
এখনও বাঁকা নদী, পড়া হয়নি প্রতি বাঁক
এখনো শিখি ঘামের সখ্যতা
নরম উষ্ণ বালির ছটাক ...


পাথর কঠিন, তবুও
দ্রবীভূত আলোর মুগ্ধতা