১)


আমাদের ভালোলাগা গুলোর মধ্যে গুটিসুটি মেড়ে বসে আছে
পুরাতন পদ্ধতির পেষণশিল্প
ফোঁড়ন তেঁতে ওঠে;                                      চাঁদ
সাদা তেলে ভেজে হলুদ করি।                  কালচে ধোঁয়া
এঁটে যায় জানালায়। ঘুড়ি           ঘুরে              ঘুরে
লেবু গাছে বসে।                    চিবুকে            ঘাম
এক পশলা বাতাস এলে
হাসি খেলে যায়                             চোখের দ্রাঘিমায়
গন্ধ পুড়ে ওঠে  


২)


গোধূলি রঙে ভাসিয়ে দেব নদী
দোষ গুণ। মাফ হয়ে যাক
                   শাসন কর।


নদী মাত্রিক দেশে বানভাসি
হৃদয়
       ত্রাণসম্বল।


৩)


টুইটারে ট্রেন্ডিং বলে দেয় এখন ভিজে রুমাল
আমার আত্মাদের ছুঁয়ে গড়িয়ে যায় নোনতা বিছানায়
গুনে নিতে পারি সান্ধ্য মুহূর্ত
                     অনুভূতি তা সহজবোধ্য নয়। একান্ত ব্যক্তিগত
একটা স্বপ্নের ভিতরে নিজেকে টেনেনিয়ে
আমি চুমু খাই
একটা শব্দ থেকে অন্য একটি শব্দে লাফ, গুনে গুনে
আট পা পিছিয়ে এসে ... প্রতিফলন
আলো থেকে আলো, ঘাম থেকে ঘাম