ভেতরে অনিয়ন্ত্রিত টেনে এনে
বড্ড বেশি বাইরে হতে চাইছে


তাই যারা ফিরে গেছে ফেরে নি
এসে যাওয়া দাগ কাটে নি
লিপিবদ্ধ আঁকিবুঁকি বন্ধ করে নি


রোজ দ্বন্দ্ব আবার নতুন মুখ
একক থেকে প্রত্যয়ী সকাল
দেও্যাল জুড়ে নিশানা এঁকে যায়


আরও কিছু তুমি বড় হওয়া শিখে
আমি আকাশ দিগন্ত বেলা।