মনের সঙ্গে শরীরের
         চিরকালীন দ্বন্দ্ব
দরজা জানলা একা একা
           অনাদরে অন্ধ
মন চাইছে যেতে
         দাঁড়িয়ে পড়ল শরীর
মনের ভেতর মনমাঝি
           ভাঙা ঢেউ গভীর
ধুয়ে মেজে রাখা শরীর
           তবু ধুলো মলিন
কালের নিয়ম এসব
          মন মানেনা শালীন
মরেই যায় মরণ ফাঁদে
              শরীর মহাশয়
রাজা মনের লক্ষ আগুন
              দিগ্বিদিকে রয়।