প্রজন্মের সাথে প্রজন্মের রেখো না কোন বিরোধ
যা চাইছে সাধ্যের সেটুকু দিয়েই করো অবরোধ


তুমি যা করছো তার ভাগীদার করো আগামীকে
তোমার অতীতের সাথে স্বপ্ন মেলাবে প্রাত্যহিকে


নিজে করবে এক আর চাপিয়ে দেবে অন্য অনেক
ফাঁক খুঁজে সেও বেরিয়ে ধরবে বিপথের ভেক।


তার চেয়ে তার সাথে মিলেমিশে যদি থাকি আমরা
তবেই উজ্জ্বল ভবিষ্যৎ পাবে আমাদের এই ধরা ।