প্রত্যেকের নিজস্ব স্বাভাবিক আছে
গোষ্ঠী নিয়েই তার চলন
সূচকে সূচ হয়ে ঢুকে ফালের মত
অযথা করো না বিশ্লেষণ
সব মুখ ফেরানো তোমার দিকে
যন্ত্রণায় ক্লিষ্ট সারা শরীর
বাঁচতে চাওয়া রোজ ভিক্ষে চায়
শরণাগত ভাসিয়ে তরী
উল্টে পাল্টে ডালপালা কলমে
তোমাকে চায় তেমন স্রোত
কিছু দাও স্বচ্ছ তোয়া নদীতীর
মনুষ্য স্বভাব সর্ব বোধ।