আছে জমা করে লোকটা
বড়লোক হয়ে গেল,
নাই জমা করে
অনেকেই গরিব থেকে গেল।


লোকটা কাজ কেনে অকাজ কেনে
রাস্তায় ছড়ায়
ঘরে স্তুপ করে রাখে,
কড়ায় গণ্ডায়
গুলিয়ে গিলিয়ে বুঝে বুঝিয়ে
গরীবী ফরমায়েস করে।  

অথচ প্রতিদিন লোকটার বিশ্রামে
নেই সাম্রাজ্য;
আর বাদ বাকী সকলের
আকাশ ভরা
সীমানা অফুরন্ত।