বাইরে যতই হোক রঙ্গ তামাশা
ভেতরে থাকে বিন্দু
একটু আলোর ছোঁয়া পেলেই সে
হয়ে যায় শান্তি সিন্ধু,
আলোর খিদে ওই গভীর জুড়ে
চক্কর কাটে বলয়ে
অন্ধকারের উৎস থেকে আলো
নিজেই নিজের হৃদয়ে।
পেয়েছি যা, পাওয়ার চেয়ে দেওয়া
হিসেব করে নি মন
গোধূলির আলোতে ছড়িয়ে আছে
আলেয়া ভরা জীবন।