চেয়ে দেখো ফুলে ফলে
ভরে আছে বেশ
সবুজের সমারোহ
আমাদের দেশ।


খাল বিল নদী নালা
চারিদিক ঘিরে
কোকিল ডাহুক বক
ডাকে ফিরে ফিরে।


মাঠ ভরা ফসলের
ধারে তালসারি
আলপথে ছোটো ঘাস
গ্রামখানি ছাড়ি।


আম জাম কাঁঠালের
আছে কত বন
সুশীলত ছায়া ঘেরা
খুশি হয় মন।


থাকে সব মিলেমিশে
ভেদাভেদ নাই
এমন মধুর দেশ
কোথা বলো পাই।