আমরা রক্ষা করি না
পরিবেশ রক্ষা করে আমাদের,
একথা মনে রেখেও
গাছ কাটি লাগাই না গাছেদের।
পলিথিনের ব্যবহারে
ইচ্ছেখুশি মত ভরাট হয় নালা
প্লাস্টিকে মোড়া মাটি
জল দূষণে আনে রোগের ডালা।
চারদিকে ইট পাথরে
বিন্দাস প্রাসাদ গড়ছে সভ্যতা
সবুজ খুঁজছে অরণ্য
নদী হারিয়ে ফেলছে নাব্যতা।
জীবের ভারসাম্যে
মাথা ব্যথা নেই সংরক্ষনের
আমরা গাছ কাটি
ক'জন আর লাগাই গাছেদের?