আমার মায়ের হাসি আমি ভালোবাসি
বাবার খুশিতে আমি রাঙা স্বপ্নে ভাসি ,
আমার ঘরেই আমি সুখের আনন্দে
সবার বুকেই আমি মনের বসন্তে।
আমার কর্মের ভূমি গড়ব সত্যেরে
সবার সাথেই আমি মিশব বিভরে ,
আমার চলার পথ চেনাবে আমাকে
সবাই আপন হবে আমার এ বুকে।


আমার মায়ের স্নেহ আমার জীবন
বাবার আদরে আমি বাঁচার কুজন ;
পথ হয়ে যায় সোজা কঠিন সময়ে
ভরসা এসেই যায় উঁচু নীচু পায়ে।
ভুল করেও ভুলি না আমার মা বাবা
আমার বাঁচা আমি যে তাঁদের বাহবা।