ফিরে পাওয়া ফিরে আসে বারবার
খবর আসে বেঁচে আছি
সীমান্তের দক্ষিণ দ্বারে।
চাই নি অথচ পেয়ে গেছি
পাওনাটুকু ছিনিয়ে নিয়ে দমবন্ধ করে দেয়
স্বপ্নের আগল।
মৃত্যু লিখে গেছে আদেশ অনিবার্য
তার বিন্দুমাত্র ফসল ফলে নি
আকাশ জুড়ে শুধু নিরালম্বন হুঙ্কার
মানুষই মানুষের শেষ নিদাঘ,
শুধু এটুকু বুঝতেই
চারিদিকে বেজে ওঠে জয় ডঙ্কা।


ফিরে এসো হৃদয়ের বকুল ফুল
আমি বেঁচে আছি গাছ তলা শিমূল ফুল
কৃষ্ণচূড়া রাধাচূড়া ।