দেশকে স্বাধীন করতে যারা
দিয়ে গেলো প্রাণ
তাদের জন্য পাই যে আমরা
স্বাধীনতার ঘ্রাণ।


দেশ বাঁচাতে শত্রুর সামনে
দাঁড়ায় পেতে বুক
দেশবাসী তাই বসবাসে
পায় যে শান্তি সুখ।


স্বাধীনচেতা মুক্তি সূর্য
ওই দেখা যায় লাল
শহীদেরই রক্তে রাঙা
অমর চির কাল।


বীর বিক্রমে লড়াই করে
করল জীবন দান
প্রাণের মায়া তুচ্ছ করে
রাখল দেশের মান।


এক পৃথিবীর হয়েও মানুষ
কেন এমন বেশ
কত শহীদ জীবন দিয়ে
গড়ছে স্বাধীন দেশ।