কোন এক গণৎকারকে প্রশ্ন করেছিলাম
এ জগতে আমার আসার কারণটা কি?
উনি বলেছিলেন অত মগজমারিতে
কেন নষ্ট করছো ভাই, গরম ভাতে ঘি!


তারপর আমার গণনায় আমি
পৃথিবীতে মিলেমিশে কুড়ানো এক দুই
সূত্র মিলিয়ে যোগ বিয়োগে
কি আর আর করব? খাইদাই আর শুই।


আমার দেখা তো সব দেখা নয়
তুমিও মেলাতে পারো নি তোমার কর্ম
পথ চলতি ধূলোয় মিশে
অপূর্ণ থেকে যায় জীবনের কিছু ধর্ম।


আমার আসাটাই যদি আশা হয়ে থাকে
তবে আমিও এগিয়ে চলা যাত্রী,
আর ভয় নেই, আমি মানে আমরা
পেরিয়ে যাওয়া ঘন কালো কোন রাত্রি।