আলোকলতার মগ্ন পাহারায়
'আমার আকাশ কুসুম'
অচেনা গণ্ডির মাপা উচ্চতায়
লিখি নিশ্চিত ঘুম ঘুম,


তাই 'স্বপ্ন দেখার খেলা থামে নি'
আমিও উপর ঘরে রঙিন
মাটি ছোঁয় নি ভাবনা অবধি
অগোছালো মন বেদুইন।


তুমি টান মারা এ আমি চর্চায়
দেখি 'শুধু তুমি চলে যাবে'
'আমি স্বপ্নেও ভাবি নি' একটুও
আমি-পৃথ্বী এমনটা দেখাবে।