এবার মাঠ থেকে ফিরে কাদা ধুয়ে ফেলব
বাঁধা রাস্তার ধারে তোমাকে নিয়ে বসব,
পেছন ফিরে আর কোন ফসল দেখব না
বাস্তুহারা জমির কথা কিছুতেই ভাবব না।


ইটের দেওয়ালে টাকার খেলা খেলব
লুকোচুরি দিন রাত নিজের সাথে করব,
মাটির দম্ভ আকাশে মিশিয়ে একা রাজত্ব
লোহার খাঁচায় বন্দি, আমি হবই হব সর্বত্র।