আমরা এমন ঘেঁষাঘেঁষি হয়ে গেছি যে
নিজেকে সরিয়ে রাখা সত্যিই মুশকিল
আমরা এমন অনেক হয়ে পড়েছি যে
একা হওয়ার আর নেই কোন পাঁচিল।

আমরা এমন গাদাগাদি করে থাকি যে
একা বন্দী হওয়ার ঘর নেই অনেকের
আমরা এমন দিন আনি দিন খাই যে
প্রতিদিন খোঁজ করতেই হয় খাবারের।

আমরা এমন মানুষের ঠাঁই গড়েছি যে
শরীরে শরীর মিশে রোগ ছড়ায় দ্রুত
আমরা এমন স্বার্থের গণ্ডি কেটেছি যে
নিজেরা নিজেকে মেরে ফেলি অবিরত।

আমরা এমন প্রকৃতি ধ্বংস করেছি যে
বাঁচতে হয় অদৃশ্য শত্রুর মোকাবিলায়,
আমরা এমন স্বেচ্ছাচারী হয়ে গেছি যে
নিজেরা নিজের কবর খুঁড়ি অবলীলায়।

আমরা এমন মারী মড়কে বেঁচেছি যে
পৃথিবীকে ভেঙে গড়ি ইচ্ছে খুশি মতন
আমরা এমন অভিজ্ঞ হয়ে উঠেছি যে
ছাই উড়িয়ে ঠিক খুঁজে পাই অমূল্য রতন।