আঁধার নেমে এল আমি ভাবলাম
সবাই বোধ হয় ভাবছে;
ওমা, বাইরে বেরিয়ে দেখি
কেউ বিন্দুমাত্র ভাবছে না
শুধু ভাবাচ্ছে।

পুলিশ প্রশাসন আইন কানুন
বাঁচানোর আপ্রাণ তাগিদ
এরা সবাই দৌড়চ্ছে নজর রাখছে
আর দিনরাত ভাবছে,
বাদবাকী সবাই শুধুই ভাবাচ্ছে।

যারা বলছে আরে ভাই দুশ্চিন্তায় আছি
যারা গ্রাফের উঠাপড়া দেখে ক্রমাগত টিপ্পনি কাটছে
যারা বার বার ভাল খারাপের উপদেষ্টা হওয়ার চেষ্টা করছে
যারা দশের চিন্তায় কিছুতেই একলা হচ্ছে না
এরা সবাই নিয়ম নীতির বাইরে
এক প্রলয় ঘুর্ণি ভাবছে
আর আগামীকে ধ্বংসের মুখে এগিয়ে দিয়ে
ভাবাচ্ছে।

আর আঁধার জেঁকে বসছে পৃথিবীর বুকে।
বলছি ভাই, নিজে না ভেবে
এখন বিশ্রামে থাকো।
অন্যকে আর ভাবনার বিড়াম্বনায় ফেলো না।