সীমানায় গুচ্ছ আঁধার তবুও ডিঙিয়ে রাত
পালকের রঙ মেখে দিন শুরু করছে সাক্ষাৎ
শরীরিক মুদ্রা প্রকরণ ছাড়িয়ে গেছে হৃদয়ে
স্বচ্ছ আলো ব্যকরণ দিচ্ছে ফিরিয়ে বিনিময়ে
দূরে দেখা যতটুকু সেই আশা অধিকার ভঙ্গে
কাড়াকাড়ি লঙ্ঘন আজও তাই পরিত্রাণের সঙ্গে।


আলেখ্য বিচিত্র রূপ ছায়াতে ছবির সংবর্ত
রাখতেই হবে মন আঁকা জলছবির বিবর্ত
থাক থাক বলা কওয়া এই আলোক আঁধার
আমার ভেতর বাহির জুড়ে মোহ চন্দ্রহার।