গাবলু কবিতা লেখে না মাটি কুপায়
গদাই সাহিত্য পড়ে না ফসল ফলায়
মহীম গান লেখে না শুধু নির্মাণ করে
তপন ছন্দ ভাবে না জলে জল ভরে।


আমি গাবলুর মাটিতেই আরাম কবি
গদাইয়ের অবুঝ প্রবন্ধে বিন্দাস সবই
মহীমের গায়ক পথেই গুনগুনিয়ে উঠি
তপনের ছন্দেই আমি ভোগবাদ লুটি।


এরাই সর্বত্র তবু কেউ করে না পরোয়া
সৃষ্টির রূপকথায় এদের জীবন ঘরোয়া
এরাই তাই আমার প্রেরণায় আপনজন
আমিই গাবলু গদাই মহীম আর তপন।