যারা ঝাঁপিয়ে পড়ে তাদের ঠেলে দেয় অন্য কেউ
যারা ঠেলে দেয় তারাই আসলে ভাঙনের ঢেউ,
পাড়ের জনপদ কোথায় ঠাঁই পাবে কেউ জানে না
ঝাঁপিয়ে পড়া ঠেলে দেওয়া এসব কথা শোনে না।


এভাবেই আকাশে দূষণ ভাসে মাটিতে জঞ্জাল
মানুষের কুক্ষিগত বিচার আচার বাজায় করতাল
অনন্তের সুর বদলে যায় দুঃখ ব্যাথার কলরোলে
চন্দ্র সূর্যের মত কিছুজন তো বাঁচে নিজস্ব বোলে।


উদ্ধারের দল ছুটে চলেছে বিপদের মাঝ দরিয়ায়
জয় করা শিখেছে ওরা মধ্যস্ততা কর্মের বাহানায়
কারও কারও কাজ নেই সারাদিন ভেজে যায় খই
তাদের দেখে আমরাও সাবধানী দূরে দাঁড়িয়ে রই।