তুমি যতই হেঁচকা টান মারো
হাত আমি ছাড়ব না, প্রজন্ম।
আঠারোর আগমনে
বিপথ ছাড়া তুমি কিছু বোঝ না,
প্রলোভনের আকাশে যেটুকু সংবরণ
সে তো আমি ছাড়া কেউ বোঝাতে পারবে না।


যতই একগুঁয়ে জেদি মনোভাব
বাতিকগ্রস্ত ব্যাকওয়ার্ড আনকালচার অবহেলা দিক
জীবনের কাছে বিনোদন-আকাঙ্ক্ষা কেঁদে মরুক
অধ্যবসায়ের আগামী মেরুকরণে
আমি হাতে হাত হয়ে থাকব
তোমাকে পথ চেনাতে
আমি আঠারোর পথে থাকব।


তারপর তোমার জীবন তোমার
আমি চিরায়ত কোন এক সংস্কার।