যত ঘাঁটি ততই দেখি বেরিয়ে পড়ে অতীত
এই হল আমার জীবন স্বপ্ন হয় নি রহিত
কোলের পাঁজায় চুপটি করে বসে থাকে সে
যত এগোয় ততই দেখি থাকে সে আয়েসে।


কি দিয়েছি কেন দিয়েছি কাকে দেব বলে
এক এক করে মনে রাখে নিজ বুদ্ধি বলে
নেওয়ার হিসেব যতই আমি গুনে গুনে রাখি
জমার খাতায় ততই সে লিখে রাখে বাকী।