কেটে যাওয়া শিশুবেলা সবার মনে আসে
সবার বাবা দাঁড়িয়ে থাকে তার আশেপাশে
মা আগলায় বয়স বাড়া বাবাকে বলে কয়ে
জীবনের সেই সুখের বেলা চলে যায় বয়ে।


হাতে ধরে যা কিছু শেখায় বাবার অনুশাসন
সুর করে মা গায় সাংসারিক বাবার মন,
বড় হয়েও সেই ডাক সবাই যে শুনতে পায়
বড় হওয়া মিলে যায় তাই বাবার মোহনায়।