ঘুম থেকে উঠে দেখি বাবা কাজে গেছে
রাতে ঘুম যাই আমি বাবা এসে গেছে,
সারা দিন মাঠে ঘাটে বাবা কাজ করে
ঘরে ফিরে দুখ সুখ বাবা যোগ করে।
ফুল বনে কাঁটা কীট বাবা দূরে রাখে
ভালোটুকু বেছে বেছে বাবা খুঁজে রাখে
একা হাতে মেঘ ঝড় বাবা ছাতা ধরে
বট গাছ ছায়া তল বাবা স্নেহ ‘পরে।


শুধু হাসি খুশি খুশি বাবা ভর্তি ঘর
কথা শুনি শ্রোতা সব বাবা দৃঢ় স্বর,
পথ চেনা পথ দেখা বাবা কষ্ট ব্যথা
রোদ তাপ মহী টান বাবা সব কথা।
চেয়ে দেখি আমি বাবা, শুনি তার পরে
বাবা ডাক বুকে ভরা বাবা সারা ঘরে।