নারী হোক কিংবা পুরুষ
চিনতে পারি সাজে
চোখ আমাদের যেমন দেখে
এই সমাজের মাঝে।


তার বাইরে ভিন দেশীয়
পোশাক বদল এসে
নারীও আজ সাজের বহর
পাল্টায় ভালোবেসে।


যুগের তালে তাল মিলিয়ে
নারীর স্বাধীন বাঁচা
জিনস টি-শার্ট স্কার্ট গাউন
পরুক ভেঙে খাঁচা।  


জীবন বিধি পোশাক নয়
চিন্তা চেতন বুদ্ধি
আর পাঁচজন সামাজিক বোধ
আনুক নিজের শুদ্ধি।


দেখতে শেখা আরো সুন্দর
নিজের কর্ম পথে
নারী হোক কিংবা পুরুষ
বাঁচুক নিজের মতে।