তবুও তো ভাঙা ভাঙা বাংলা
আজও বলে যাও পরদেশী,
আশৈশব শুনে আসা সেই ভাঙনে
হাতে হাত রাখে হৃদয়বেশী


পুরনো যাপন থেকে মধু ঢেলে ঢেলে
তুমি জোড়া লাগাও অপ্রাণ
তোমারই ভাষায় ভাঙা ভেসে যায়
পঞ্চাশ বছর আগের হৃতমান।