সকাল সন্ধ্যে বৃষ্টি পড়ে
টাপুর টুপুর শব্দ করে
বাড়ছে নদীর জল
বান ও বন্যা ভ্রুকুটি দেয়
মানুষ জনের ঘুম কেড়ে নেয়
যাবে কোথায় বল।


একটানা মেঘ কালো করে
বৃষ্টি ঝরায় ক'দিন ধরে
জলে চারিদিক
উঠছে ভরে রাস্তা ও মাঠ
খাল বিল নালা পুকুরের ঘাট
চলছে না আর ঠিক।


অঝোর ধারায় ঝরেই চলে
ফসল ডুবে যাচ্ছে জলে
এ যে বর্ষা কাল
ডুবে গেলে ভিটে মাটি
গড়বে কোথায় জীবন ঘাঁটি
এই তো দেশের হাল।


ভরাট পুকুর নদীর পলি
আবর্জনায় ভরছে গলি
ধরছে না জল আর
তবু ওগো বর্ষা রাণী
শোনাও তোমার অভয় বাণী
বাঁচাও পারাপার।