বর্ষা এলে পুকুর পাড়ে
ফোটে কদম ফুল
বর্ষা যেন খুকুর মত
পরছে কানের দুল।


গন্ধে মাতাল কদম বাহার
ভরে চারিদিক
বর্ষা যেমন টাপুর টুপুর
বৃষ্টি পড়ে ঠিক।


তারই পাশে কেয়া ফুলের
রূপ অপরূপ রূপ
পাতা ঘিরে গন্ধ ছড়ায়
যেমন খুকু চুপ।


বর্ষাকালে ছড়ায় শোভা
কদম কেয়া ফুল
গ্রামখানিকে দেখতে খুকু
করে না তো ভুল।