চাই নি আমি কেউ আমাকে বাড়তি কিছু দিক
আমার চেয়ে ভালো যে, পায় যেন সে ঠিক।


তা যদি না পায় তবে আমারও বাড়তি চাই
জমার ঘরে জমিয়ে রেখে আমি যেন তা পাই।


সেই পাওয়া ভেলকি দেখায় বাড়তি শুধু বাড়তি
কার আসনে কে বসেছে ঘুরিয়ে গোলক চাকতি।


পেছনে যে বসেছিল সে যদি মঞ্চে চলে আসে
যোগ্যতার ভিত্তি তাহলে লাভ হয় অনায়াসে।


বাড়তি পাওয়া ছেয়ে আছে সবার মনের মধ্যে
আরও চাই আরো চাই দাঁতে রক্ত লাগা দ্বন্দ্বে।


কে পায় নি কেন পায় নি হিসেব তো তার নয়
অধিকারের নেশা বুঝে নেয় তার নিজের সময়।