ফুল ফোটা দিন নাই বা আসুক
এলেও বরণ করি
মনে আমি রোজই একটা
গোলাপ বাগান গড়ি।


রুক্ষ মাটি বৃষ্টি আকাশ
কিংবা ঝোড়ো হাওয়া
যেমনি হোক কর্মে আমার
খুশির পথে যাওয়া।


কত জনে দাঁড়ায় পাশে
কত যায় যে সরে
পাশে আমি থাকছি তোমার
হাতে হাতটি ধরে।


তাই তো মলয় ডাকছে কোকিল
নীল আকাশের নীলে
অশোক শিমুল ফুলের বাহার
তোমায় আমায় মিলে।


সব ক'টা দিন প্রেমে রঙিন
ফুলের বাগান জুড়ে
প্রজাপতি মন যে আমার
গাইছে তোমার সুরে।


মন বাগানে মাটির লড়াই
ফুল ফোটা সুখ আশা
তুমি আছো, বসন্ত আজ
আমার ভালোবাসা।