পলাশ শিমুল ফুলে বাসন্তিকা হাসি
প্রাণের ফাগুন দোলা রোদ ভালোবাসি ,
গাছের নবীন সাজে কৃষ্ণচূড়া লাল
কুহু ডাক কোকিলের সুমধুর তাল।
আমের মুকুল শোভা হলুদ বরণ
চঞ্চল মৌমাছিরা করে গুঞ্জরণ,
বসন্তের বাহারিমা মেঘ ধুলো তাপে
ঋতুর পলকে দেখি এ ধরণী কাঁপে।


আজও তবু বহিছে দক্ষিণা বাতাস
কারা যেন বুকে আনে কাঞ্চন সুবাস,
পুলকিত মন আজ হৃদয়ে হৃদয়ে
রঙে রঙ মুখরিত জাগে কিশলয়ে ;
আসবে বসন্ত সুখ এ যান্ত্রিক প্রাণে
জাগবে পৃথ্বী আবার মুক্ত কলতানে।