(১)
বাতাস তুমি


তুমি চলতে থাকো তোমার চলার ছন্দে
তুমি বাঁচিয়ে রাখো জীবন বাঁচার আনন্দে,
কখনও তুমি মৃদু মন্দ কখনও তুমি ভীষণ
বাতাস, তুমি পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন।


(২)
একবুক নিঃশ্বাস


শুধু একটু প্রাণ ভরে চাই একবুক নিঃশ্বাস
বেঁচে থাকার অভিমানে পাই যেন পূর্ণ আশ্বাস,
নিষ্ঠুর সভ্যতা নির্মাণের ভারসাম্য লঙ্ঘিত
'বাঁচাও প্রাণ' বাতাস হাহাকারে আজ লজ্জিত।