সব্জির দর শুনে মনে লাগে খটকা
এত কেন দাম বাড়ে নাই কোন টোটকা?
বাজারেতে গিয়ে যত করি দর দাম
থলে হাতে সকলের ছুটে শুধু ঘাম।


কথা শুনে সব্জিওয়ালা বলে, যা ফোট্
কানা বেগুন পচা আলু দেখে কাঁপে ঠোঁট।
শুনেছি হরিমোটরের দাম নাকি খুব কম
গিন্নীর মুখটা মনে করে পাই না সে দম।


তাই পটল ঝিঙে ভেণ্ডি একটু একটু নিয়ে
দেখি পকেট ফাঁকা সব ইনকাম দিয়ে,
ভর্তি হল না থলি কিন্তু সব্জির দর ভাবে
চাষীরা পাবে না টাকা, ফড়ের কাছে যাবে।