এগিয়ে চলা বুঝতে বুঝতেই পিছিয়ে পড়ি সময়ে
এগিয়ে গেছে যারা তারাও দেখি ভুগছে বিনিময়ে


যে শুধুই করে ঘরের কাজ সেও দেখে আকাশকে
যে শুধুই উড়ে বেড়ায় সেও খুঁজছে মাটির স্বপ্নকে


দূরে আমি দেখছি যা সে তো কাছেও আছে সর্বদা
আপন করা শিখছি যখন তখন সবাই আপন মর্যাদা


আমি শিখেছি তোমাকে শেখাই তুমি শিখেছো সময়
এবার আমরা এগিয়ে পিছিয়ে হব ভাবের বিনিময়।