তোমার হুকুমে যদি আমি কাজ করি ভয়ে ভয়ে
তবে সে কাজের নিষ্ঠা গুলিয়ে যাবে নয়ে ছয়ে;
এই বুঝি খাঁড়া এল যেতে হবে দূর কোন দেশে
কাজগুলো বসে আছে সবসময় আদেশের বেশে।


কাজ যেমনই হোক যদি 'হ্যাঁ হুজুর' হয় তামিল
তবে তুমি বিন্দাস পদাধিকার সম্মানের কাবিল;
এভাবেই পরিসেবা দিশা পাল্টে হয় ইচ্ছের মত
আর পরিশ্রমীরা খেটে খুটেও ভয়ে মরে অবিরত।