বাবার হাত ধরে বাজারে গিয়ে
বাজার শিখে গেছি ,
বাজার করতে বাবার হাত ধরে
বাজার দরে বার বার ঠকে
আজও সেই বাজারে নিজেকে
খুঁজে পেয়ে সহজেই হারিয়ে যাচ্ছি ।


সময় মেপে স্রোতের কাঁটায়
বাজারের বাড়ন্তেই আমাদের ওঠানামা ,
কাল গহ্বরে কত কি না বিকিয়ে
বাজার হয়ে ওঠে খুব সরগরম ;
অবুঝের মূল্যায়নে যা কিছু কিনছি
বাজার থলিতে বাবার ছায়ার বিক্রিবাটা
আমাকে আমার হাত ভরিয়ে
ভাবায় জীবনের কোন এক কাব্যকথা ।
                     ------