নেই যার তা তো সত্যিই তার নেই
হাত পা চোখ বা মুখে
যা আছে তা কম বা বেশি
তাই ভরা থাক বুকে।


ইচ্ছে চেষ্টা মনের ব্যাপার
কিস্তিমাত হয় তাতে
দেহের অঙ্গ যোগদান করে
তারই সাথে সাথে।


বিকলাঙ্গ শরীরের নয়
হৃদয়ের ঘুণ পোকা
সাধন হল মানসিক গুণ
আদৌ নয় সে বোকা।


বিশেষ মানুষ জয় করেছে
বিশেষ বিশ্ব সৃষ্টি
বাধা হয়ে কেউ দাঁড়ায় নি
কোনো অনাসৃষ্টি।


কি আছে আর কি কেন নাই
খুঁজবে কেন দেহে
এগিয়ে চলা পথ সীমানায়
জয় করেছে স্নেহে।


দুর্গম পাহাড় নদী জঙ্গল
দৃঢ় মনের জোরে
বিশেষ মানুষ দাঁড়িয়ে ঐ
মুক্তি আলোর ভোরে।



#সহমর্মিতার সংবেদন