ফি বছরে যেমন আসে কিছু আনন্দ অবসর
তেমনি করে বইমেলাও এসে গেল এ বছর
প্রতিবারের মত এবারও, যাব তো অবশ্যই
নেড়ে চেড়ে দেখে শুনে কিনব কিছু ভাল বই।


কবির সাথে দেখা হলে সেলফি একটা চাই
অটোগ্রাফের জন্য তাঁর একখানা বই বাড়াই
লেজেণ্ড বই কিনতে কিনতে পয়সা হবে শেষ
নতুন যারা লিখছে তাদের, বলব বেশ বেশ।


ইংরেজি বই কিনে ছেলে সব জমিয়ে রাখে
পরে পড়ব বলে আর ধুলো ঝাড়ে না তাকে
মেয়ে খোঁজে মোটা বই হোক না ভারি ভারি
বউ বলে আর না, কিছু খাওয়াও তাড়াতাড়ি।


ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা, আমিও চা খাই
কিছু ভাবুক কল্প কথা মাইকে শুনতে পাই
ম্যাগাজিনে উঁকি দিয়ে সাহিত্যের মুখ দেখি
লেখা তাহলে চলছে, ভাবনা হয় নি মেকি?  


এভাবেই এবারও আমার এক আস্ত বিকেল
নিশ্চয়ই কিছু এনে দেবে জ্ঞানগম্যি মিশেল,
ধন্য হব যেমনটি হই, ফি বছর বই মেলায়
এবং আশা করব সবাই যেন বই পড়তে চায়।