বুঝিয়ে বললেও শুনছে না
তাহলে কি বলা বন্ধ?
রাস্তা কেউ খুঁজে না পেলে
হয় কি সে বলো অন্ধ?


সত্যি যেমন বলতেই হয়
সাহস বুদ্ধি বলে
অন্যায় তেমনি দৃশ্যায়িত
লোক আয়নার ছলে।


অন্যাহ্য তার দিশা বদলে
মুখ ফেরানো মুখে
ছুরির উল্টো দিকেও ছুরি
থাকে কি খুব সুখে?


কিছু তো হাতুড়ি সইতে হয়
যেমন পাথর মূর্তি
কিছু বিপরীত যুজতে হয়
যেমন মানুষ স্ফূর্তি।


একদিন ঠিক দিন হয়ে
হয়ে যায় সবার সামনে
সেদিনের সেই আশায় আমি
আজ সত্য ভাষণে।