বড় কিছু নিয়ে ভাবছি
           ছোটোখাটো চোখে পড়ছে না
কার ঘরে রান্না চড়ে নি
        কে ঠাণ্ডা ঘর ছাড়া খেতে পারে না,
কে উড়ালপুলের নিচে ভাত ফুটায়
           কে পায় গন্ধ বিরিয়ানি
নষ্ট খাওয়ারের কাড়াকাড়িতে চলে
             মানুষ কুকুরের মস্তানি।


ভাষণ শুনতে আসবে না মানে?
           লক্ষ লোক তো চাই চাই
আমাকে দেখাতেই তোমার মুখ
          বড় কিছুর ভাবনা তো তাই।
তোমার জন্য এই করেছি ওই করেছি
               তোমার নামেই আমি
ছোটোখাটো কষ্টচর্চা কেন তুলে ধরো
              অপবাদ দেওয়া ভণ্ডামি।


ফুটপাতে কে শুয়ে আছে কেন
             দুমুঠোর জন্য কে বইছে অস্ত্র
কয়লা খাদানে কার রাত কাটে
             কার নেই কেন কোন শীত বস্ত্র
কেন তার পেশা শুধু মানুষ মারা
              ভয় পাইয়ে করে খাওয়া দাওয়া
কেন সে জানে না কালকের বাঁচা
              
ওসব কথা আমি কি জানি?
              বড় কিছু ভাবনার প্রকল্প ভাবছি
বাজেটে তো তাই আকাশচুম্বী
               দেশ দশের উন্নতি নিয়ে লিখছি।