গোলাপের পাশে পলাশ রাঙানো রঙ ঝরিয়ে যায়
রাইয়ের পেছনে ওই যে কৃষ্ণ পিচকারী নিয়ে ধায়,
গাইছে কোকিল কিশলয় ভরা গাছের ডালে ডালে
রাধাচূড়া কৃষ্ণচূড়াকে ওই যে ভরেছে লালে লালে।


হৃদয়ের আঁচল ভিজে ওঠে হৃদয়ের বসন্তিকা মাসে
চোখের ইশারায় বলে সে ভালোবাসে ভালোবাসে।